প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নতুন মুখ, দুই দিনের মাথায় নৌসচিবকে ওএসডি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক যুগ্ম সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া। ভূমিসচিব পদেও আনা হয়েছে পরিবর্তন। এ ছাড়া নিয়োগের দুই দিনের মাথায় নতুন নৌপরিবহন সচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
সিরাজ উদ্দিন মিয়াকে অন্যান্য কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছর মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা সিরাজ উদ্দিন মিয়া দীর্ঘদিন ওএসডি ছিলেন। ওএসডি থাকা অবস্থায় তিনি অবসরে যান। তিনি ‘সিরাজ উদ্দিন সাথী’ নামে আমলাতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু বই লিখেছেন।
এদিকে এ এস এম সালেহ আহমেদকে ভূমিসচিব পদে দুই বছর মেয়াদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এত দিন ধরে ভূমিসচিবের দায়িত্বে থাকা মো. খলিলুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
এ ছাড়া গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। কিন্তু দুই দিন পর আজ তাঁকে ওএসডি করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদকে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস পদে বদলি করা হয়েছে।