সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ জুন, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সাবেক সেনাপ্রধানের দুই ভাই: স্বামীদের মতো তাঁরাও মিথ্যা তথ্যে ই-পাসপোর্ট নিয়েছেন

স্বামীদের মতো ভুয়া তথ্য দিয়ে ই-পাসপোর্ট নিয়েছেন হারিছ আহমেদের স্ত্রী দিলারা হাসান ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের স্ত্রী শামীম আরা খান। এই দুজন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই। বিস্তারিত পড়ুন...

দুদকে হাজির হতে ১৫ দিন সময় চাইলেন বেনজীর

বেনজীর আহমেদ
ছবি: বেনজীর আহমেদের ফেসবুক থেকে নেওয়া

দুর্নীতি দমন কমিশনের কাছে সময় চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজীরের পক্ষে তাঁর আইনজীবী ১৫ দিনের সময় চেয়েছেন। দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদন করা হয়। বিস্তারিত পড়ুন...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের পরীক্ষার প্রশ্নে আনোয়ারুল আজীম ও বেনজীর প্রসঙ্গ

আনোয়ারুল আজীম ও বেনজীর আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একটি কোর্সের মিডটার্ম পরীক্ষার প্রশ্নে উঠে এল সাম্প্রতিক দুটি আলোচিত ঘটনা। সম্প্রতি ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতি প্রসঙ্গে পরীক্ষায় প্রশ্ন করেছেন সমাজবিজ্ঞানের অবৈতনিক (অনারারি) অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ। বিস্তারিত পড়ুন...

ন্যাটো কি ইউক্রেনে নিজের মরণ ডেকে আনছে

ন্যাটোর অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি পেয়েছে ইউক্রেন
ছবি : এএফপি

ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সেনা পাঠাতে চাইছে এবং ন্যাটোর কয়েকটি দেশ রাশিয়ার ভেতরে হামলা চালানোর দাবি জানিয়েছে। এই ফাঁকে যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেন নিয়ে তাদের নীতি বদলে ফেলছে। নতুন এই নীতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যা চাইছেন তার সবটা পূরণ হবে না; কিন্তু রাশিয়ার অনেক ভেতরে হামলা চালানোর সুযোগ খুলে যাচ্ছে। বিস্তারিত পড়ুন...

মোদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন না যে কারণে

একক সংখ্যাগরিষ্ঠতা থেকে আগে কখনো পিছিয়ে পড়েননি নরেন্দ্র মোদি। এবারের নির্বাচনী ফলাফল তাঁর জন্য এক ধাক্কাই বটে
ছবি: এএফপি

প্রত্যাশার চেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হওয়া এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয় দফায় জয়ী হয়েছেন। তাঁর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যতসংখ্যক আসন (২৪০) পেয়েছে, সেটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে কম। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন