নয়াদিল্লি পৌঁছেছে বিজিবির প্রতিনিধিদল, বিএসএফের সঙ্গে আলোচনা শুরু মঙ্গলবার
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার জন্য নয়াদিল্লি পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সোমবার বিজিবি প্রতিনিধি দলের সদস্যরা ভারতের রাজধানীতে পৌঁছায়। মঙ্গলবার নয়াদিল্লির লোধি রোডে অবস্থিত বিএসএফের প্রধান কার্যালয়ে দুই বাহিনীর প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানান, বিজিবি ও বিএসএফের প্রতিনিধিরা সীমান্তে বেড়া এবং সীমান্ত উত্তেজনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিজিবির প্রতিনিধি দলের সদস্যরা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও দেখা করতে পারেন। বিজিবির প্রতিনিধিদল আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবে।
গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী উচ্চপর্যায়ের বৈঠক করছে। বৈঠকে বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বাহিনীটির মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।
২০ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষ হবে। সেদিন যৌথ আলোচনার ঘোষণায় সই করবে দুই পক্ষ। গত সপ্তাহে এক বিবৃতিতে বিএসএফ জানায়, দুই বাহিনীর মধ্যে অনুষ্ঠেয় এই বৈঠকে সীমান্তসংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে আলাপ হবে। এর আগে গত বছরের মার্চে ঢাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপক্ষীয় অনুষ্ঠিত হয়েছিল।