কাতার বিশ্বকাপের স্থাপনা নির্মাণে হতাহত বাংলাদেশিদের তথ্য সংগ্রহে হাইকোর্টের নির্দেশ
কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়াম নির্মাণসহ স্থাপনা, অবকাঠামো ও উন্নয়নকাজে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত নিহত ও আহত শ্রমিকের নাম নিরূপণে তথ্য সংগ্রহে নেওয়া পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণসচিব, কাতারে বাংলাদেশ দূতাবাস, সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের প্রধানকে হলফনামা আকারে এ তথ্য জানাতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান চলতি মাসে ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী এ এফ এম সাইফুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল কালাম খান।
বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নির্মাণশ্রমিকদের হতাহতের ঘটনা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয় বলে জানান আইনজীবী সাইফুল করিম।
তিনি প্রথম আলোকে বলেন, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপ উপলক্ষে কাতারে ১১টি স্টেডিয়াম, রাস্তা, হোটেল ও অন্যান্য অবকাঠামো নির্মাণে যুক্ত হতাহত অভিবাসী বাংলাদেশি নির্মাণশ্রমিকের নাম নিরূপণে তথ্য সংগ্রহের নির্দেশ কেন দেওয়া হবে না এবং নির্মাণকাজ করতে গিয়ে অভিবাসী বাংলাদেশি নির্মাণশ্রমিক হাতহত হয়ে থাকলে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।