কক্সবাজার সমুদ্রসৈকতে ঢলে পড়ে মৃত্যু হলো পর্যটকের
সাগরের পানিতে নেমে গোসল করেন তিনি। এরপর সমুদ্রসৈকতে উঠে মুঠোফোনে একজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ সমুদ্রসৈকতে ঢলে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শনিবার কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে। ওই পর্যটকের নাম মতিউর রহমান (৪২)। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং এলাকায়।
সমুদ্রসৈকতে উদ্ধার তৎপরতায় নিয়োজিত সি-সেফ লাইফ গার্ডের কর্মী মোহাম্মদ ওসমান বলেন, ওই পর্যটককে মাটিতে ঢলে পড়তে দেখে লাইফগার্ড কর্মীরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই মতিউরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।