চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে গত শনিবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব বলছে, গ্রেপ্তার আসামিরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁরা হলেন পারভেজ হোসেন, মো. শাহীন, রফিকুল ইসলাম ও মো. মিল্লাত। তাঁদের বয়স ২৮ থেকে ৩২ বছর।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গ্যাং ‘জীবন গ্রুপ’ নামে পরিচিত। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে একটি চাপাতি, টিপছুরি ও ক্ষুর উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, তারা নগরের বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে থাকেন। ডাকাতির উদ্দেশ্যে তাঁরা সদরঘাট থানায় জড়ো হন।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার আরও বলেন, গ্রেপ্তার আসামি পারভেজের বিরুদ্ধে নগরের সদরঘাট ও কুমিল্লার কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার চার আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।