আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির সংশোধন চায় ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনাসংক্রান্ত সরকারের চুক্তি সংশোধনের দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। না হলে এই চুক্তি বাতিলের দাবিতে দলটি আন্দোলনে যাবে বলে হুমকি দেওয়া হয়েছে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ হুমকি দেওয়া হয়।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম বিবৃতিতে বলেছেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বেশি দাম দিয়ে অপেক্ষাকৃত নিম্নমানের কয়লা কেনা হচ্ছে। ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায় গোষ্ঠী আদানি গ্রুপের এই বিদ্যুৎকেন্দ্রের কয়লার জন্য বাংলাদেশকে যে দাম দিতে হচ্ছে, তা অন্য যেকোনো বিদ্যুৎকেন্দ্রের চেয়ে অনেকটাই বেশি।

তিনি বলেন, দেশের মানুষ তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম সংকটে দিনাতিপাত করছে। আর আদানির সঙ্গে সরকার যে চুক্তি করেছে, সেটি আত্মহত্যার শামিল। অনেক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে পরীক্ষামূলক উৎপাদনে যে কয়লার দাম ধরিয়ে দিয়েছে, তা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করবে।

বিবৃতিতে বলা হয়েছে, জাহাজভাড়াসহ গোড্ডায় ব্যবহৃত কয়লার দাম আন্তর্জাতিক বাজারে ২০০ ডলার, আর তারা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে ৪০০ ডলারে বিক্রি করতে চাইছে।