জনগণের কাছে গিয়ে তাদের জন্য কাজ করুন, সরকারি কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের জনগণের কাছে গিয়ে তাদের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর সরকারের সব কর্মকাণ্ড দেশের মানুষের কল্যাণে।
প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন-২০২৪’ উপলক্ষে আয়োজিত নৈশভোজে দেওয়া ভাষণে এসব কথা বলেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘করোনা অতিমারিসহ সব দুর্যোগেই আপনারা কাজ করে যাচ্ছেন, দায়িত্ব কিন্তু এখনো রয়েছে। যতক্ষণ পর্যন্ত না মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে, ততক্ষণ আপনাদের কাজগুলো করে যেতে হবে। সে জন্য আমি আপনাদের আহ্বান জানাব, মানুষের পাশে যান, মানুষের জন্য কাজ করেন।’
প্রধানমন্ত্রী বলেন, সরকারের একটা ধারাবাহিকতা আছে। যে কারণে উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে। সাধারণ মানুষ এর সুফলটা পেলেও দেশের কিছু মানুষ আছে, যাদের উন্নয়নটা বোধ হয় পছন্দ হয় না। আবার তার ওপর কিছু বিদেশি প্রভাব ফেলার চেষ্টা করা হয়।
উন্নয়ন সহযোগীদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ নিই ঋণ হিসেবে এবং সুদসহ তা ফেরত দিই। কিন্তু আমাদের দেশের উন্নয়নের কাজ আমরা যতটুকু বুঝব, বাইরের কেউ এসে তা বুঝবে না। আমার দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা, তাদের মানসিকতা, আমাদের দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করেই আমরা পরিকল্পনা নেব এবং তা বাস্তবায়ন করব। সেখানে আমরা খবরদারি শুনতে রাজি নই বরং আমরা যেভাবে চাই, সেভাবেই উন্নয়নের পরিকল্পনাটা করতে হবে। সেটাই আমার কথা।’