৬ কোটি টাকা ক্ষতিপূরণ পেল মৃত ১৫ প্রবাসীর পরিবার

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের অনেকে নানা দুর্ঘটনায় মারা যান। তাঁদের জন্য সেসব দেশ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়। দেশেও এখন প্রবাসীদের নামে জীবনবিমা আছে। এমন মৃত ১৫ প্রবাসীর পরিবারের হাতে আজ সোমবার ৬ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

আজ দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে মৃত প্রবাসী কর্মীদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এতে সভাপতিত্ব করেন। ক্ষতিপূরণ আদায় ও হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে নিয়মিত কাজ করে প্রবাসী মন্ত্রণালয়ের অধীন থাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের যেকোনো বিপদ–আপদে সরকার পাশে রয়েছে। বিভিন্ন দেশের দূতাবাসে শ্রমকল্যাণ উইংয়ের মাধ্যমে কর্মীর সামগ্রিক নিরাপত্তা ও সব ধরনের সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, মৃত প্রবাসী কর্মীর ক্ষতিপূরণের অর্থ আদায় করে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের পরিবারের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বলা হয়, বিদেশে মৃত কর্মীদের ক্ষতিপূরণের অর্থ নিয়োগকারী কোম্পানি থেকে আইনগতভাবে আদায় করে তা মৃত কর্মীর উত্তরাধিকারের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান প্রমুখ।