হাতিরঝিলে ম্যারাথনের আয়োজন করছে পুলিশ

বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাব এই হাফ ম্যারাথনের আয়োজন করছেছবি: সংগৃহীত

আগামী ৭ জুন ঢাকার হাতিরঝিলে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাব এই হাফ ম্যারাথনের আয়োজন করছে।

আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ম্যারাথনের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের সভাপতি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় জুনের ৭ তারিখ ম্যারাথনের জন্য নির্ধারণ করা হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। সেই দিনের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ম্যারাথনের জন্য ৭ সংখ্যাটি বিবেচনা করা হয়েছে।

হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ভোর পাঁচটায় শুরু হবে ম্যারাথন। এতে অংশ নেওয়া প্রতিযোগীদের ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্য থাকবে জার্সি, মেডেল ও সার্টিফিকেট।

ম্যারাথনের সময় পুরো ট্র্যাকে দৌড়বিদদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক মেডিকেল টিম এবং হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। ১৬ বছরের ঊর্ধ্বে যেকোনো নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এই ম্যারাথনে অংশ নিতে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ১ হাজার টাকা। ম্যারাথন উপলক্ষে Joy Bangla Marathon 2024 ফেসবুক পেজ খোলা হয়েছে। এই পেজ থেকেও নিয়মিত হালনাগাদ তথ্য জানা যাবে।