ভ্যাপসা গরমে অস্বস্তি

বৃষ্টিতে দেশের কিছু এলাকায় তীব্র গরম না থাকলেও রোদ–মেঘের লুকোচুরিতে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া লোকজনের হাঁসফাঁস অবস্থা। রোদ থেকে বাঁচতে কেউ চলছেন ছাতা মাথায়। আবার কেউ হাঁটছেন ফ্যান নিয়ে। পানি ও আইসক্রিম খেয়ে ভ্যাপসা গরম থেকে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করতে দেখা যায় অনেককে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা নিয়ে ছবির

১ / ৯
মাথায় ছাতা আর ফ্যান হাতে স্কুল থেকে ফিরছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা
২ / ৯
ছাতা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা
৩ / ৯
ফ্যান হাতে দুই খুদে শিক্ষার্থী
৪ / ৯
গরমে বেড়েছে তালপাতার হাতপাখার চাহিদা
৫ / ৯
গরমে স্বস্তি পেতে আইসক্রিম খাচ্ছে এক শিক্ষার্থী
৬ / ৯
গরমে বোনের পানির তৃষ্ণা মেটাচ্ছে বড় ভাই
৭ / ৯
রোদ থেকে বাঁচার চেষ্টা
৮ / ৯
চলতি পথে পাখা হাতে এক শিক্ষার্থী
৯ / ৯
রোদ থেকে বাঁচতে জামা দিয়ে মাথা আড়ালের চেষ্টা