ফরিদপুরে চাচা–ভাতিজাকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দুজনের

আদালত
প্রতীকী ছবি

চার বছর আগে ফরিদপুরের নগরকান্দায় চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দুজনকে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জেসমিন আরা আজ রোববার এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন হানিফ ওরফে হৃদয়, এনামুল হাসান ও কাইয়ুম মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন আসামি রেজাউল মাতুব্বর ও আউয়াল মোল্লা।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বেঞ্চ সহকারী মিজানুর রহমান।

তিনি জানান, এ ছাড়া আরও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ছয় আসামি খালাস পেয়েছেন।

২০১৯ সালের ১০ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল মাদ্রাসা মাঠে রওশন আলী ও মিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় ১৬ জনের বিরুদ্ধে ২০২০ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এক আসামি পরবর্তী সময়ে মারা যান।