হাসপাতাল থেকে উধাও আসামি

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে মারামারির ঘটনায় করা এক মামলায় গ্রেপ্তার আসামি হাসপাতাল থেকে পালিয়েছেন। ওই আসামির নাম হাফিজ আল আসাদ (২৬)। রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডের অস্ত্রোপচারের কক্ষ থেকে পালিয়ে যান ওই আসামি। আজ সোমবার বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামি হাফিজের গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। তিনি থাকতেন চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর প্রথম আলোকে বলেন, মারামারির ঘটনায় করা মামলায় রোববার হাফিজকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা–পুলিশ। হামলার সময় তিনি ছুরিকাঘাতে আহত হন। তাই গ্রেপ্তারের পর তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁর অস্ত্রোপচারের কথা বলেন। এদিন বিকেলে হাফিজকে ২৩ নম্বর ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রোগীর বেশে তিনি পালিয়ে যান। অস্ত্রোপচার কক্ষে পুলিশ ছিল না। তবে ওয়ার্ডে ওই সময় পাহারায় ছিলেন পুলিশ সদস্যরা।

ওসি বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহেলা ছিল কি না, তদন্ত করা হচ্ছে। পাশাপাশি পলাতক হাফিজকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পতেঙ্গা থানার স্টিল মিল বাজার এলাকায় মিন্টু মিঞাকে ছুরিকাঘাত করা হয়। পেশায় একটি মার্কেটের তত্ত্বাবধায়ক মিন্টু মিঞা সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘এক লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখনই হাফিজ এসে ছুরি মারে আমাকে।’

এ ঘটনায় মিন্টু মিঞা বাদী হয়ে মামলা করেছেন। তবে কী কারণে হাফিজ তাঁকে ছুরিকাঘাত করেছিলেন, তা তিনি বুঝতে পারছেন না।