চাঁদ দেখা গেছে, ১৭ জুন পবিত্র ঈদুল আজহা
বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন সদর দপ্তর, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
সভায় ধর্মসচিব মো. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. বশিরুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ কাওছার আহমেদ, উপপ্রধান তথ্য কর্মকর্তা আবদুল জলিল, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট। তাদের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে শুক্রবার জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটিতে পবিত্র হজ পালিত হবে ১৫ জুন। পরদিন ১৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে।