মোস্তফা জালাল মহিউদ্দিনকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো
জুলাই আন্দোলনকেন্দ্রিক মিরপুর থানার একটি হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত গ্রেপ্তার দেখান।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আজ সকাল ১০টার দিকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে কারাগার থেকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। বেলা সাড়ে ১১টার পর আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এরপর আবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বছরের ২০ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থেকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর পর থেকে বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট অংশ নেন রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মচারী মাহফুজ আলম শ্রাবণ। ওই দিন বেলা আড়াইটার দিকে মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মাঝের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁদের ওপর আক্রমণ হয়।
আসামিদের ছোড়া গুলি শ্রাবণের বুকের বাঁ পাশে লাগে। গুলিবিদ্ধ শ্রাবণকে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।