ব্র্যান্ড-ইনফ্লুয়েন্সারদের মধ্যে সম্পর্ক বাড়াতে যাত্রা শুরু করল স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন

স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের গালা অনুষ্ঠানে অতিথিরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারেছবি : সংগৃহীত

এশিয়াটিক থ্রি সিক্সটি ডিগ্রির নতুন উদ্যোগ স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে স্ট্যাকমিস্ট গালা নামের এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে কাজ করবে নতুন এই প্রতিষ্ঠান।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড ইনফ্লুয়েঞ্জার মার্কেটিংয়ের ক্ষেত্রে সংগঠিত ও কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে। তারকা-উজ্জ্বল স্ট্যাকমিস্ট গালা অনুষ্ঠানে নানা ইন্ডাস্ট্রির শীর্ষ ইনফ্লুয়েঞ্জার ও ব্র্যান্ড কর্মকর্তাদের লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

নতুন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনুভা আহমেদ টিনা বলেন, স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের যাত্রা আমাদের ডিজিটাল মার্কেটিং জগতে সম্ভাবনার নতুন দুয়ার খোলার প্রচেষ্টায় একটি বড় অগ্রগতি। আমাদের লক্ষ্য, ব্র্যান্ড ও ইনফ্লুয়েঞ্জারদের মধ্যে সেতুবন্ধ তৈরি করা, যা উভয় পক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির জন্য আরও কার্যকর এবং প্রভাবশালী ভূমিকা পালন করবে।

ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম বলেন, ‘আমরা স্ট্যাকমিস্টকে ইনফ্লুয়েঞ্জার মার্কেটিংয়ের অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে বেশ আশাবাদী।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে স্ট্যাকমিস্ট কীভাবে ইন্ডাস্ট্রি পুনর্গঠন করতে পারে এবং সব পক্ষের জন্য সুবিধা সৃষ্টি করতে পারে সেটার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্‌জামান নূর। এ ছাড়া উপস্থিত ছিলেন স্ট্যাকমিস্টের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনুভা আহমেদ চিনা, পরিচালক ইরেশ যাকেরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।