সাবেক উপাচার্য, দুজন সাবেক সংসদ সদস্যসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
একজন সাবেক উপাচার্য, দুজন সাবেক সংসদ সদস্যসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আবদুস সুবহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন ও তাঁর স্ত্রী এলিনা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর বাইরে নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার, তাঁর স্ত্রী ইসমত আরা, ছেলে ইবনাম ইফতেখার, মেয়ে সুমাইয়া মৌরমি ইফতি ও সাইবা মৌরমী ইশমার বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ও তাঁর স্ত্রী সাদিয়া আইনুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদক আদালতকে জানিয়েছে, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। প্রত্যেকেই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে আদালত পৃথক আবেদনগুলোর শুনানি নিয়ে প্রত্যেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।