তিন বছরের দণ্ড থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান

মাহমুদুর রহমানফাইল ছবি: বাসস

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। বিচারপতি সহিদুল করিমের একক হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মাহমুদুর রহমানের আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়।

এর আগে ২০১০ সালের ১৩ জুন গুলশান থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওই মামলা করে দুদক। মামলায় ২০১৫ সালের ১৩ আগস্ট রায় দেন বিশেষ জজ আদালত-৩। রায়ে মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে হাইকোর্টে আপিল করেন মাহমুদুর রহমান। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। শুনানি শেষে আজ আপিল মঞ্জুর করে রায় দেওয়া হয়।

পরে আইনজীবী পারভেজ হোসেন প্রথম আলোকে বলেন, সম্পদের বিবরণী দিতে নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না দেওয়ার ওপর ভিত্তি করে ২৭ ধারায় মামলা করে দুদক। বিচারিক আদালত তিন বছরের সাজা দিয়েছিলেন। আপিলে সেই দণ্ড থেকে তাঁকে খালাস দিয়েছেন হাইকোর্ট।