শহীদজায়া সারা আরা মাহমুদের দাফন বাদ জোহর

সারা আরা মাহমুদফেসবুক থেকে নেওয়া

ভাষার মাসেই চলে গেলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের অমর সুরশ্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ। গতকাল রোববার রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বেশ কিছুদিন হলো তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন।

আজ সোমবার বাদ জোহর রাজধানীর নিউ ইস্কাটনের নূর মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে। সারা আরা মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সংগীতশিল্পী শাওন মাহমুদ ও জামাতা সংগীতশিল্পী সাইদ হাসান টিপুকে রেখে গেছেন।