নির্বাচনের দুদিন আগে চট্টগ্রামের দুই থানার ওসিকে প্রত্যাহার

উপজেলা পরিষদ নির্বাচনের দুদিন আগে চট্টগ্রামে দুই থানা—আনোয়ারা ও চন্দনাইশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক চিঠিতে এই প্রত্যাহারের কথা বলা হয়। ২৯ মে আনোয়ারা ও চন্দনাইশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ ও চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সোমবারই সংযুক্ত করতে হবে। একই সঙ্গে এসব থানায় পুলিশ পরিদর্শক তদন্তকে দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

দুই থানার ওসিকে প্রত্যাহার প্রসঙ্গে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরাও চিঠিটি পেয়েছি। যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’