ঢাকার জাপান অটো মেকানিক স্কুল (জেএএস) থেকে প্রশিক্ষণ নেওয়া ১১ জন অটো মেকানিক শিক্ষার্থী তাঁদের পেশাগত জীবন শুরু করতে জাপান যাচ্ছেন। জাপান সরকার প্রকাশিত টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং অ্যাক্টের অধীনে জাপানি কোম্পানিতে বিদেশি কর্মীদের কর্মসংস্থান কর্মসূচির (টিআইটিপি) জন্য এ শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব শিক্ষার্থী জাপান অটো মেকানিক লিমিটেড (জেএএল) প্রতিষ্ঠিত স্কুলের অটো মেকানিকস ও জাপানি ভাষায় টানা দুই বছরের প্রশিক্ষণ পেয়েছেন। এটি শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত একটি গ্রামীণ শিক্ষা সংস্থা এবং জাপানের এসকে ড্রিমের সামাজিক ব্যবসায়িক যৌথ উদ্যোগ।

গত ১৪ মার্চ ঢাকার মিরপুরে টেলিকম ভবনে শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে জাপান অটো মেকানিক লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস ও জেএএল-এর ব্যবস্থাপনা পরিচালক সুনেকি হিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাপানি ভাষায় কথা বলেন এবং তাঁদের প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দুজন জেএএস গ্র্যাজুয়েট জাপানের একটি মার্সিডিজ বেঞ্জ ডিলারশিপে কাজ করছেন।

সুনাকি হিরাও বলেছেন, এখন থেকে জেএএস থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের ১০ থেকে ১২ জনের একটি দল প্রতিবছর টিআইটিপির অধীনে কাজ করার জন্য জাপানে যাবে।

বিজ্ঞপ্তিটির শেষে বলা হয়, ইতিমধ্যেই গত বছরগুলোতে জেএএস থেকে স্নাতক হওয়া ৪৬ জন অটো মেকানিক শিক্ষার্থী র‌্যাংগস ওয়ার্কশপ লিমিটেডসহ বাংলাদেশের বিভিন্ন অটো মেকানিক ওয়ার্কশপে কাজ করছে।