গ্রামীণ পুকুরে ঝাঁকে ঝাঁকে পাখি

নওগাঁ জেলার রানীনগর উপজেলার বনমালিকুঁড়ি গ্রাম। ফসলি জমি কেটে তৈরি করা হয়েছে ৪০ বিঘা আয়তনের পুকুর। সেখানে নানা জাতের মাছ চাষ করা হয়। শুষ্ক মৌসুমে পুকুরটি অনেকটাই শুকিয়ে যায়। তখন পুকুরের মাছ ও শামুক খেতে জড়ো হয় শামুকখোল, বকসহ নানা প্রজাতির পাখি। ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় পাখির দল। সেই দৃশ্য নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৮
শিকারের ফাঁকে অলস সময় পার করছে শামুকখোল পাখি
২ / ৮
খাবারের খোঁজে বক
৩ / ৮
ঝাঁক বেঁধে পাখি উড়ে বেড়াচ্ছে
৪ / ৮
পানিতে খাবারের খোঁজে পাখির ঝাঁক
৫ / ৮
পুকুরের ওপর ডানা মেলে উড়ছে পাখি
৬ / ৮
ঝাঁক বেঁধে উড়ে উড়ে মাছ শিকার করছে পাখি
৭ / ৮
উড়ন্ত পাখির ঝাঁক
৮ / ৮
কখনো উড়ছে, আবার কখনো ছুটে বেড়াচ্ছে পাখির ঝাঁক