শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, ফ্লাইট চালু
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সাত ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। বেলা সোয়া ২টায় আগুনের সূত্রপাত হওয়ার পর বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়, যা রাত ৯টার পর পুনরায় চালু হয়। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি ও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।