লক্ষ্মীপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ আসামিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল–২
জুলাই গণ–অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল–২ আজ সোমবার এই আদেশ দেন। ট্রাইব্যুনাল–২–এর অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলার যে তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন শাহীন আলম, মো. হুমায়ুন কবীর পাটোয়ারী ও মো. সালাহউদ্দিন চৌধুরী। তাঁরা তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই তিন আসামিকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল–২। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সুবিধামতো সময়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, এটি নতুন মামলা। তাই তদন্তের জন্য দুই মাস সময় প্রয়োজন।
এই আবেদন মঞ্জুর করে আগামী ২৮ সেপ্টেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল–২।