এমন আবহাওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে

ডেঙ্গু মশা
ফাইল ছবি

জুলাই মাসের শেষ দিক থেকেই ঢাকার বাইরের জেলাগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনে ঢাকার বাইরে রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে; আবার গরমও পড়ছে। সঙ্গে আছে ব্যাপক আর্দ্রতা। এই আবহাওয়া এডিস মশা বৃদ্ধির অনুকূলে। আবহাওয়াবিদেরা বলছেন, এ মাসজুড়েই এমন অবস্থা থাকতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, এ পরিস্থিতিতে ডেঙ্গুর বিস্তার আরও বাড়তে পারে।

এমন অবস্থায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বুধবার আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হলো। আর এ বছর ডেঙ্গুতে মারা গেলেন ৬৭১ জন।

আরও পড়ুন
এবার আশঙ্কাজনকভাবে বেশি ডেঙ্গু আক্রান্ত শিশুদের সংখ্যা।
ফাইল ছবি প্রথম আলো

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ১০ জন ও ঢাকার বাইরে ৪ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ১১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩৩ এবং ঢাকার বাইরের জেলার হাসপাতালগুলোয় ১ হাজার ২৮২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২২ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৩ হাজার ২৭৩ এবং ঢাকার বাইরে ৭৪ হাজার ৭৪৯ জন রয়েছেন।

ঢাকার বাইরের জেলাগুলোতে যেভাবে ছড়িয়ে পড়েছে এবং আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা মুশতাক হোসেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি চলে গেলেই আবার গরম বাড়ছে, সঙ্গে আর্দ্রতাও বেশি। এই পরিস্থিতি এডিস মশার বংশবিস্তার ঘটাতে পারে। এমন আবহাওয়া এবারের ডেঙ্গু পরিস্থিতিকে দীর্ঘায়িত করতে পারে।

আরও পড়ুন

এ প্রসঙ্গে মুশতাক হোসেন গত বছরের উদাহরণ টেনে বলেন, গতবার সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল অক্টোবর মাসে।

এ মাসে থেমে থেমে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, এমন মন্তব্য আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদের। তিনি বলেন, এখন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবার তাপপ্রবাহও বইছে বিভিন্ন এলাকায়।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার যে পূর্বাভাস দিয়েছে, সেখানে বলা হয়েছে, পাঁচ বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। আবার রংপুর বিভাগসহ দেশের ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন

কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবীরুল বাশার গতকাল প্রথম আলোকে বলেন, এডিস মশার বংশবিস্তারের জন্য এই আবহাওয়া অনুকূল। তবে এখন ঢাকার চেয়ে ঢাকার বাইরে বেশি সংক্রমণ ঘটছে। আবহাওয়ার এই অবস্থা থাকলে মশা বিস্তারের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার বাড়তে পারে।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর, ২৮১ জন। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।