জাতীয় রাজস্ব বোর্ডে এন্ডোক্রাইন সোসাইটির ডায়াবেটিস ক্যাম্প

দেশের খ্যাতনামা ডায়াবেটিস বিশেষজ্ঞরা এই ক্যাম্পে চিকিৎসাসেবা দেনছবি: সংগৃহীত

২৫তম বিসিএসের উদ্যোগে এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সহযোগিতায় জাতীয় রাজস্ব বোর্ডে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সেবা দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের খ্যাতনামা ডায়াবেটিস বিশেষজ্ঞরা এই ক্যাম্পে চিকিৎসাসেবা দেন। এ সময় ৪৫৭ রোগীকে ডায়াবেটিস স্ক্রিনিং ও চিকিৎসা দেওয়া হয়। এতে সহযোগিতা করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক মো. হাফিজুর রহমান বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মক্ষেত্রে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।