কেরানীগঞ্জে কারখানায় আগুন, নিভল তিন ঘণ্টা পর

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি কারখানায় লাগা আগুন নিভেছে। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বিসিক শিল্পনগরীর প্রাইম প্যাকেজিং কোম্পানির ওই কারখানায় আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, রাত ২টা ২০ মিনিটে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এর আগে এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। হতাহতের খবর জানা যায়নি। আগুন নিভলেই আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।’

এরও আগে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ প্রথম আলোকে বলেন, ‘প্রাইম প্যাকেজিং কারখানার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে হতাহত ও আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’