চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ট্রেন দুর্ঘটনাপ্রতীকী ছবি

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় স্কুলপড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের ঈগল টেক্সটাইল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির নাম তুষার আহমেদ। তাঁর মামাতো ভাই জাবেদ আহমেদ প্রথম আলোকে বলেন, সে কর্নেলহাটের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। বিদ্যালয় ছুটির পর কোচিংয়ে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিটি গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকত তুষার। তার বাবা নেজাম আহমেদ, মা নাজমা আক্তার। তার দুই ভাই, এক বোন ছিল। দুর্ঘটনার পর তার মরদেহ বাসায় নেওয়া হলে ছেলেকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েন মা–বাবা।

জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।