যৌন নিপীড়নের অভিযোগে ঢাবির এক ছাত্রকে সাময়িক বহিষ্কার

প্রতীকী ছবি

ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগবৈকল্য বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের ছাত্র কবির আহমেদ ওরফে কৌশিককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শৃঙ্খলা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

সাময়িক বহিষ্কৃত কবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র। গত বছরের ২৮ সেপ্টেম্বর কবিরের এক সহপাঠী তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর এ কে এম গোলাম রব্বানী ও সামাজিক বিজ্ঞান অনুষদের তৎকালীন ডিন সাদেকা হালিম বরাবর লিখিত অভিযোগ করেছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ খতিয়ে দেখে এর প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর আজ উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে হওয়া শৃঙ্খলা পরিষদের সভায় কবিরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন।