সিঙ্গাপুর সিটিতে ইন্টারভেনশন কার্ডিওলজির ৩২তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশন ‘সিঙ্গাপুর লাইভ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে বিশ্বের ৩১টি দেশের প্রায় ৩ হাজার হৃদ্রোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। সম্প্রতি শেষ হওয়া এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল অংশ নিয়েছে।
বৈজ্ঞানিক অধিবেশনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্রোগ বিশেষজ্ঞরা ইন্টারভেনশনাল কার্ডিওলজির বিভিন্ন কৌশল গবেষণাপত্র এবং তথ্য উপস্থাপনা করেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের মহাসচিব অধ্যাপক মীর জামাল উদ্দিনের নেতৃত্বে ৩০ জন হৃদ্রোগ বিশেষজ্ঞ সেমিনারে অংশ নেন।
মীর জামাল উদ্দিন সেমিনারের একটি পর্বে সভাপতিত্ব করেন এবং তাঁর বৈজ্ঞানিক গবেষণাপত্র আধুনিক ইন্টারভেনশনাল কার্ডিওলজির কৌশল ও তথ্য উপস্থাপনা করেন।
সম্মেলন শেষে দেশে ফিরে অধ্যাপক মীর জামাল উদ্দিন বলেন, ‘আমরা বাংলাদেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজির অগ্রযাত্রা বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করতে পেরেছি। পাশাপাশি বিভিন্ন অত্যাধুনিক কৌশল সম্পর্কে জানতে পেরেছি, যা আমাদের দেশে প্রয়োগ করতে পারব।’