প্রধানমন্ত্রীকে দুটি বই দিলেন কুমুদিনী ট্রাস্টের রাজীব প্রসাদ সাহা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বই তুলে দেন কুমুদিনী ট্রাস্টের এমডি রাজীব প্রসাদ সাহাছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁর হাতে দুটি বই তুলে দিয়েছেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজীব প্রসাদ সাহা। ২১ মার্চ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কুমুদিনী ট্রাস্টের এমডি।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত দুটি বইয়ের মধ্যে একটি বই দানবীর রণদাপ্রসাদ সাহার (আরপি সাহা) জীবনভিত্তিক একটি উপন্যাস। ইন্ডেলিবল ফ্রুটপ্রিন্টস, দ্য কন্টিনিউইং জার্নি অব রণদা প্রসাদ সাহা শীর্ষক বইটি লিখেছেন বিশ্বনাথ ঘোষ। জাজমেন্ট অ্যান্ড প্রসিডিংস শীর্ষক আরেকটি বই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দানবীর রণদাপ্রসাদ সাহা ও তাঁর পুত্র ভবানীপ্রসাদ সাহাকে অপহরণ করে হত্যা করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া বিচারের ওপর লেখা।