বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২৮ নভেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বিএসএমএমইউ) প্রথম পুনর্মিলনী ২৮ নভেম্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী।
আজ রোববার দুপুরে বিএসএমএমইউর মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শারফুদ্দিন আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শারফুদ্দিন আহমেদ জানান, অ্যালামনাই একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্ববিদ্যালয়ে এত দিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল না। তাঁর হাত ধরেই ২০২২ সাল থেকে এ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু।
বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, এই প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকে অসংখ্য চিকিৎসককে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। অনেকেই দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। একটি নিখুঁত আয়োজনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর পুনর্মিলনের সুযোগ করে দেওয়াই আয়োজনের উদ্দেশ্য।
১ নভেম্বর থেকে পুনর্মিলনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। অনলাইন ও সরাসরি এসে রেজিস্ট্রেশন করা যাবে।
বিশ্ববিদ্যালয় এবং সাবেক আইপিজিএমএন্ডআর থেকে যাঁরা এমডি, এমএস, এমফিল, ডিপ্লোমা, এমপিএইচ, এমবিবিএস, বিএসসি, এমএসসি প্রভৃতি পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছেন, তাঁদের সবাইকে অনুষ্ঠানে অংশ নিতে অনুরোধ করা হয়েছে।