খেয়াল রাখবেন কেউ যেন সুযোগ নিতে না পারে, ডিসিদের বললেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
প্রথম আলো ফাইল ছবি

আসন্ন রমজানে বাজারদর নিয়ে যাতে কেউ সুযোগ নিতে না পারে, সে জন্য ডিসিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়–সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

পবিত্র রমজানে বাজারদর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মাত্র দুই মিনিট কথা বলার সুযোগে পেয়েছিলাম। এর মধ্যে ৩০ সেকেন্ড বলেছি রমজান নিয়ে। বলেছি, আপনারা সরকারের হাত, আপনারা খেয়াল রাখবেন, কেউ যেন সুযোগ নিতে না পারে। শক্ত ব্যবস্থা নেবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন ২০২৩-এর উদ্বোধন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।