যুক্তরাজ্যের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাজ্যের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এই চুক্তি হলে যেকোনো বন্দীকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি সহজ হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় একজন সাংবাদিক জানতে চান যুক্তরাজ্যের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির সিদ্ধান্ত হচ্ছে কি না, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন, তাঁকে ফেরানোর বিষয়ে আসলে কী করছেন? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি যতটুকু শুনেছেন একটি প্রস্তাব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এখনো সুনির্দিষ্ট প্রস্তাব তাঁরা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) পাননি। আলোচনা হয়ে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলে তা বাস্তবায়ন করা হবে, আলোচনাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন। আলোচনাটি কীভাবে বাস্তবায়ন হবে, এখনো তাঁদের কাছে বিস্তারিত কিছু আসেনি।

তখন আরেকজন সাংবাদিক জানতে চান প্রস্তাব কি যুক্তরাজ্য দিয়েছে? জবাবে মন্ত্রী বলেন, আলোচনার মধ্যে প্রস্তাবটি এসেছে। এটি ভালো প্রস্তাব। এতে দুই দেশই উপকৃত হবে।

সে ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনা সহজ হবে কি না, এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা আসুক। যেকোনো বন্দীকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজতর হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কাজ করে যাব, কতক্ষণে শেষ করতে পারি, সেটি পরিবেশের ওপর নির্ভর করে। কারণ আমাদের আলোচনা, সিদ্ধান্ত, দুই দেশের আইনসংগত বিষয়গুলো, সেগুলোরও অনেক কর্মকাণ্ড আছে। সেগুলো শেষ করার পর এটি (বন্দী বিনিময় চুক্তি) হবে।’

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে সময় লাগবে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও এ-সংক্রান্ত সেবা নির্বাচন কমিশনের (ইসি) হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নিতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। গত বুধবার জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ জাতীয় সংসদে পাস হয়। এখন প্রশ্ন ওঠে, কবে নাগাদ এ কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হবে?

এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, এটি সময় লাগবে। মাত্র বিলটি পাস হলো। আইনানুযায়ী সেসব কর্মকাণ্ড করতে একটু সময় লাগবে। যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত পুরোনো ব্যবস্থাই চালু থাকবে। পুরোনো ব্যবস্থাতেই এনআইডি নতুন করে করা বা সংশোধন—সবই এখন যাঁরা করছেন, তাঁরাই করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন পুরোদমে এ দায়িত্ব নেবে, তখন ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

এ বছরই এটি সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটি এখনই বলতে পারবেন না। তাঁরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন।