রাতে ৮টি যানবাহনে আগুন

মিরপুরের কালশীতে বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১৮ নভেম্বরছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

বিএনপির ডাকা দুই দিনের হরতালের আগের রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আটটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় এক কিশোরকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। রাত পৌনে আটটার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টায় চট্টগ্রামের বহদ্দারহাটে একটি বাসে, পৌনে ১০টায় জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়ায় আরেকটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১১টায় কুমিল্লায় একটি বাসে, দিবাগত রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া গত রাত ১২টার দিকে মিরপুরের কালশীতে আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ফায়ার সার্ভিস জানায়।

গুলিস্তানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১৮ নভেম্বর
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ১৩৩টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেওয়া হয়েছে ৮৭টি যানবাহনে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র এবং সংশ্লিষ্ট জেলার প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে যানবাহনে আগুন দেওয়ার এই হিসাব পাওয়া গেছে।

মিছিলে বাধা, সংঘর্ষ

গতকাল বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। এ ছাড়া সিলেটে বিএনপির নেতা-কর্মীরা গতকাল সন্ধ্যায় তফসিল বাতিলের দাবিতে মশালমিছিল বের করলে পুলিশ ফাঁকা গুলি করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।