র‌্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না: মহাপরিচালক খুরশীদ হোসেন

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন
ফাইল ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সংস্কার করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। কারণ, আমরা এমন কোনো কাজ করছি না, যাতে র‌্যাবকে সংস্কার করতে হবে।’

আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাবের মহাপরিচালক এ কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, ‘আমরা আমাদের জন্য নির্ধারিত যে বিধি আছে, সেই বিধিবিধান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। সুতরাং সংস্কারের প্রশ্নই ওঠে না।’

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে র‌্যাবের নতুন মহাপরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা এরই মধ্যে তার জবাব দিয়েছি।’ তিনি বলেন, ‘জবাব দেওয়ার পর তারা নতুন করে কোনো প্রশ্ন তোলেনি। কারণ, আপনি বলবেন এতগুলো লোক উধাও হয়েছে, এটাও বলতে হবে লোকগুলো কারা। যেগুলো বলা হয়েছে, আমরা বলেছি, তারা কোথায় আছে, কী অবস্থায় আছে। এটা আমি মনে করি না, বড় কোনো চ্যালেঞ্জ সরকার বা আমাদের জন্য।’

নিষেধাজ্ঞা প্রসঙ্গে র‌্যাবপ্রধান আরও বলেন, ‘আমি মনে করি, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এটা সত্য, যারা কাজ করে, তাদের ত্রুটিবিচ্যুতি হতেই পারে। দেখতে হবে সেটা আমি ব্যক্তিস্বার্থে করেছি নাকি দেশের সাধারণ মানুষের স্বার্থে করেছি। বিষয়গুলো আমরা সরকারিভাবে মোকাবিলা করব।’

গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। র‌্যাবের সাবেক ডিজি হিসেবে পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদও নিষেধাজ্ঞার মধ্যে পড়েন। আবার র‌্যাবের সদ্য সাবেক ডিজি ও বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ওপরও একই নিষেধাজ্ঞা রয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক অনুষ্ঠানে বলেছেন, জবাবদিহির আওতায় না আসা পর্যন্ত র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞাগুলো শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং আচরণ পরিবর্তন ও তাদের জবাবদিহির আওতায় আনার জন্য।

তবে নিষেধাজ্ঞার মধ্যেই সম্প্রতি জাতিসংঘে পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান বেনজীর আহমেদ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বেনজীর আহমেদসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।