মহিউদ্দিন আহমদের নতুন বই ‘ইতিহাসের বাঁকবদল: একাত্তর ও পঁচাত্তর’

লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ
ছবি: প্রথম আলো

১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম। এ দেশের ইতিহাসে দুটি বছর খুবই গুরুত্বপূর্ণ, ১৯৭১ আর ১৯৭৫। একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে রয়েছে অগুনতি মানুষের ভালোবাসা, ঘাম, অশ্রু আর রক্ত। একটি জনগোষ্ঠী তার সুদীর্ঘ অতীতের বঞ্চনার অবসান ঘটানোর সম্ভাবনা জাগিয়ে এ বছর অর্জন করে একটি স্বাধীন রাষ্ট্র।

অন্যদিকে ১৯৭৫ সালে বড় রকমের পালাবদল হয় এ দেশের রাজনীতিতে। এ পরিবর্তনে রক্ত ঝরেছে অনেকের। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে একের পর এক সামরিক অভ্যুত্থান হয়েছে। ওই সময় দেশ ছিল অস্থির। রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে সামরিক বাহিনী।

একাত্তর ও পঁচাত্তর সালের ঘটনাবহুল সময়কে নিয়েই প্রকাশ হতে যাচ্ছে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের নতুন বই ‘ইতিহাসের বাঁকবদল: একাত্তর ও পঁচাত্তর’।  প্রথমা প্রকাশন থেকে এটি তাঁর দশম বই।

বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। উৎসর্গ করা হয়েছে আমেনা সুলতানা বকুল, মোস্তাফা জব্বার, অর্পিতা উর্শি ও বিজয় জব্বারকে। মুদ্রিত মূল্য ৩০০ টাকা। অনলাইন বইমেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইটি অর্ডার করা যাবে বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমে।

এ ছাড়া বইটি পাওয়া যাবে রাজধানীর বাংলাবাজার, কারওয়ান বাজার, শাহবাগের আজিজ সুপার মার্কেট, মাদানি অ্যাভিনিউর শেফস টেবিলে প্রথমা বুক ক্যাফেসহ উল্লেখযোগ্য সব বইয়ের দোকানে। এ ছাড়া ঘরে বসেও বইটি পাওয়ার সুযোগ রয়েছে। ঘরে বসে বইটি পেতে অনলাইনে অর্ডার করুন এই ঠিকানায়। সরাসরি কল করতে পারেন ০১৭৩০০০০৬৪৮ নম্বরে।