বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, উপকূলে বৃষ্টির সম্ভাবনা 

উত্তাল বঙ্গোপসাগর
ফাইল ছবি

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আগামী দুই থেকে তিন দিন এ অবস্থা থাকতে পারে। এ সময় অবশ্য দেশের অন্য জায়গায় বৃষ্টি আরও কমতে পারে। তবে আগামী রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর গতকাল বুধবার সন্ধ্যায় জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আছে। এর পাশাপাশি মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। 

সাগরের লঘুচাপ বাংলাদেশে খুব বেশি প্রভাব সৃষ্টি করবে না বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, লঘুচাপটি ভারতের ওডিশা উপকূলের দিকে চলে যাবে। তাই বাংলাদেশের উপকূলীয় জেলা ছাড়া অন্যত্র তেমন কোনো প্রভাব সৃষ্টি করবে না।