যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন

ডিকাব টক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবেছবি: সংগৃহীত

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ হিসেবে দেখছে চীন। যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্কের’ ক্ষতিপূরণে বাংলাদেশকে সহায়তা করবে চীন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিকাব টক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন। ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন এ ধরনের পাল্টা শুল্কের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ককে দেশটির আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ বলে মনে করে চীন। এ শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ব্যবস্থাকে অবমাননা করা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সহায়ক নয়। এটি অযৌক্তিক, অন্যায্য ও অন্যায়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ডব্লিউটিওর আওতায় যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্কের’ ক্ষতিকর প্রতিক্রিয়া মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি বাজারের সম্প্রসারণ ও রপ্তানির দক্ষতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

ইয়াও ওয়েন জানান, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য ২০২৮ সাল পর্যন্ত শতভাগ শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে চীন।

ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

আরও পড়ুন