শ্রমজীবীদের নিয়ে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী

সড়কের ফুটপাতের কিনার দিয়ে ইজেলের ওপর সারি করে রাখা হয়েছিল বিভিন্ন মাধ্যমের ৩৩টি শিল্পকর্ম। মহান মে দিবসে গতকাল বুধবার ধানমন্ডির ৪/এ সাতমসজিদ রোডে এই প্রদর্শনী হয়ছবি: প্রথম আলো

শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবসে গতকাল বুধবার এক ব্যতিক্রমী প্রদর্শনী হয়ে গেল ধানমন্ডির ৪/এ সাতমসজিদ রোডে। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সড়কের ফুটপাতের কিনার দিয়ে ইজেলের ওপর সারি করে রাখা হয়েছিল বিভিন্ন মাধ্যমের ৩৩টি শিল্পকর্ম।

টেরাকোটা ক্রিয়েটিভস নামের একটি সৃজনশীল মাধ্যমের সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করে। চিত্রকলা ও আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনীর সব কটি শিল্পকর্মই ছিল শ্রমজীবী মানুষের জীবনযাত্রা নিয়ে। পথচারী ও শ্রমজীবী মানুষেরা আগ্রহ নিয়ে এই উন্মুক্ত প্রদর্শনীর শিল্পকর্ম দেখেছেন। বিশিষ্ট অতিথির মধ্যে ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমদ ও টেরাকোটা ক্রিয়েটিভসের উপদেষ্টা অধ্যাপক মেসবাহ কামাল। ‘রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী’ নামে এটি ছিল টেরাকোটার ১২তম আয়োজন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শিল্পী অমিতাভ সরকার, এ এফ এম মনিরুজ্জামান, আসাদুজ্জামান, আশিকুল ইসলাম, জাহিদ জামিল, মাহবুব জামান, নিলয় হোসেন, তানজিল আক্তার ও তানিম রহমান। আলোকচিত্রীদের মধ্যে ছিলেন আবীর আবদুল্লাহ, আবদুল মোমিন, অবিনাশ সামুন্ধ, আবতাহী রহমান, আরশাদ রন, আসিফ ফরিদ, হাফিজুর রহমান খান, হাসান শাইফুদ্দিন চন্দন, মামুনুর রশীদ, আবু রাসেল, এনামুল কবির, মঈন উদ্দিন, সাইফুল আমিন, মৃত্তিকা কামাল, পাবলো খালেদ, রাহুল তালুকদার, সাবিনা ইয়াসমিন, সফিকুল আলম কিরণ, স্নিগ্ধা জামান, সৌরভ সরকার, সৈয়দ লতিফ হোসাইন, রেহেনুম তিশাদ, উজান রহমান ও জিয়া রহমান।  

টেরাকোটা ক্রিয়েটিভস শিল্পকলাকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এর আগের প্রদর্শনী এবং শিল্পকলাবিষয়ক কর্মশালাগুলোতেও সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছিল।