হট্টগোল–উত্তেজনার মধ্যে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়
ছবি : সাজিদ হোসেন

আইনজীবী সমিতির নির্বাচন–পরবর্তী দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি মিছিল, বিশৃঙ্খলা, হট্টগোল ও ডিম ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটে। হট্টগোলের মধ্যেই দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

আইনজীবীরা বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগপন্থী আইনজীবীরা দায়িত্বে বুঝে নিতে এলে, সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা অবস্থান নেন। পরে দুই পক্ষের আইনজীবীরা পরস্পরের বিরুদ্ধে স্লোগান দেন।

আইনজীবীরা আরও জানান, আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সমিতির ভেতরে অবস্থানকালে বিএনপিপন্থী আইনজীবীরা সমিতির অফিসের সামনে থেকে স্লোগান দেন। বেলা দুইটার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা আওয়ামী লীগপন্থী আইনজীবীদের লক্ষ্য করে কয়েকটি ডিম ছুড়ে মারেন। এতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সঙ্গে তাঁদের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়
ছবি : সাজিদ হোসেন

ব্যাপক উত্তেজনা ও হট্টগোলের মধ্যে গত ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) সভাপতি, সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতে জয় পান আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা। নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর। বিএনপিপন্থী আইনজীবীরা ওই নির্বাচনে ভোটদানে বিরত থাকেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়
ছবি : সাজিদ হোসেন

গতকাল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা দায়িত্ব গ্রহণ করতে গেলে সুপ্রিম কোর্ট চত্বরে এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ জগলুল কবির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আওয়ামী লীগপন্থী আইনজীবীদের কর্মসূচিতে নেতৃত্ব দেন।