চট্টগ্রামের হাটহাজারীর একটি কলোনিতে আগুনে পুড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বুড়িশ্চর গ্রামের নাজিম কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাবিবা আকতার ওই কলোনির মুহাম্মদ ইয়ামিনের মেয়ে।
কলোনির বাসিন্দা, জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লাকড়ির চুলার আগুন থেকে কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় একটি ঘরের লোকজন দৌড়ে বের হয়ে নিরাপদে চলে যান। কিন্তু দেড় বছরের হাবিবা ঘরেই থেকে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে শিশুটি দগ্ধ হয়ে মারা যায়।
হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসাইন প্রথম আলোকে বলেন, আগুনের ঘটনায় ছয়টি বসতঘর ভস্মীভূত হয়। একটি ঘরে দেড় বছরের একটি শিশু দগ্ধ হয়ে মারা যায়। তিনি জানান, রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হাটহাজারী স্টেশনের দলনেতা সাদেক হাসান প্রথম আলোকে বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি শিশু কক্ষে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা গেছে। এ ছাড়া তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে।