অধ্যাপক আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি: পরিবার

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে তাঁর পরিবার।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ভাই মো. আতিক উল্লাহ সিদ্দিক শনিবার রাত ১০টার দিকে প্রথম আলোকে জানিয়েছেন, চিকিৎসকেরা বলেছেন তাঁর (অধ্যাপক আরেফিন সিদ্দিক) অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ।

গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে (রমনায়) অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আরেফিন সিদ্দিক। তিনি সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। এরপর তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাঁকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আতিক উল্লাহ সিদ্দিক প্রথম আলোকে বলেন, অধ্যাপক আরেফিন সিদ্দিককে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তাঁরা বিদেশে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। জানার চেষ্টা করছেন যে, তাঁকে নিয়ে যাওয়া সম্ভব কি না। বাংলাদেশের চিকিৎসকেরা বলছেন, অধ্যাপক আরেফিন সিদ্দিককে এই অবস্থায় বিদেশে নেওয়াও ঝুঁকিপূর্ণ।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

সংশোধনী

এর আগে বার্তা সংস্থা ইউএনবির বরাত দিয়ে প্রথম আলো অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, অধ্যাপক আরেফিন সিদ্দিককে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে। তবে তাঁর পরিবার বলেছে, বিষয়টি সঠিক নয়।