জনপ্রশাসনে ‘প্রশিক্ষক পুল’ হচ্ছে

জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্য ‘প্রশিক্ষক পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরিজীবীদের মধ্যে থেকে নবম গ্রেড থেকে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা প্রশিক্ষক পুলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

আগ্রহী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও প্রশিক্ষক পুলের জন্য বিবেচিত হবেন। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক পুলের সদস্যদের অতিথি বক্তা হিসেবে নির্বাচন করবে।

এ বিষয়ে বৃহস্পতিবার প্রশিক্ষক পুল গঠন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২২ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয় বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনসহ কয়েকটি কারণে এই প্রশিক্ষণ পুল গঠন করার করা হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, কর্মকর্তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ‘ক’ ও ‘খ’ এই দুই ধরনের প্রশিক্ষকের তালিকা করা হবে। এর মধ্যে ‘ক’ শ্রেণির প্রশিক্ষক পুলে থাকবেন যুগ্ম সচিব বা তার ওপরের পর্যায়ে কর্মকর্তারা এবং ‘খ’ শ্রেণিতে থাকবেন উপসচিব বা তার নিচের পদের কর্মকর্তারা। কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিভাগীয় বা দুর্নীতির মামলা চালু থাকলে বা কোনো কর্মকর্তা বিভাগীয় বা ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে থাকলে তিনি প্রশিক্ষক পুলে অন্তর্ভুক্ত হতে পারবেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি বাছাই কমিটির মাধ্যমে এই প্রশিক্ষক পুল গঠন করা হবে। আগ্রহী কর্মকর্তাদের কাছ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশিক্ষক পুলের সদস্য বাছাই করা হবে। এ জন্য আগ্রহী কর্মকর্তাদের সাক্ষাৎকারও নেওয়া হবে। আগ্রহী কর্মকর্তাদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকবে হবে।

তবে বিশেষ ক্ষেত্রে বাছাই কমিটি আবেদন ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে অনন্যসাধারণ প্রায়োগিক ও বিশেষায়িত জ্ঞানসম্পন্ন স্বনামধন্য কর্মকর্তাদের সম্মতি সাপেক্ষে প্রশিক্ষক পুলে অন্তর্ভুক্ত করা যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশিক্ষক পুলের সদস্যদের তালিকা ও বৃত্তান্ত সংরক্ষণ করবে এবং প্রয়োজনে ওয়েবসাইটে প্রকাশ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক পুলের সদস্যদের অতিথি বক্তা হিসেবে নির্বাচন করবে। তবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো পুলের বাইরে থাকা সীমিতসংখ্যক বিশেষায়িত দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন স্বনামধন্য কর্মকর্তা বা বিশেষজ্ঞদের অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানাতে পারবে।

নীতিমালায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশিক্ষক পুলে থাকা কর্মকর্তাদের অধিকতর দক্ষতা অর্জন ও প্রশিক্ষণ-মানসিকতা উন্নয়নের জন্য দেশে-বিদেশে প্রশিক্ষক-প্রশিক্ষণ কোর্স আয়োজন করবে। প্রশিক্ষক পুলের সদস্যরা প্রশিক্ষণ-প্রতিষ্ঠানে সেশন পরিচালনা ও সংশ্লিষ্ট অন্যান্য কাজে অংশ নেওয়ার সুবিধার্থে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কিংবা সন্নিহিত দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠানে পদায়নে অগ্রাধিকার পাবেন।

প্রশিক্ষক পুলের কর্মকর্তারা প্রশিক্ষক ও বিশেষজ্ঞ হিসেবে কোনো প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রমে অংশ নিলে সরকার নির্ধারিত হারে সম্মানী বা ভাতা পাবেন।