ভারতের নির্বাচনের পর নয়াদিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী
ভারতের সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরে যাবেন। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আজ বুধবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাবেন—ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, সেটি ওই দেশের জাতীয় নির্বাচনের পর। তবে এ সফর কখন হবে, সে ব্যাপারে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ে কোনো আলোচনা হয়নি।
প্রসঙ্গত, ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল। ভারতের ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভার এবারের নির্বাচন আগামী ১ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা দুই দিনের সফরে আগামী রোববার ঢাকায় আসছেন। এই সফরের সময় দুই দেশের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ৭ ও ৮ এপ্রিল ঢাকা সফরে আসবেন। ওই সফরের সময় কারিগরি সহযোগিতা চুক্তি সই হবে। এ ছাড়া ক্রীড়া খাতে সহযোগিতা, কৃষি খাতে সমঝোতা স্মারক এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে। তাদের কাছ থেকে আমরা ভোজ্য তেল কিনে থাকি। আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ আমেরিকায় এখনো বাজার খুঁজে দেখা হয়নি। অল্প কিছু রপ্তানি হয়, কিন্তু ব্যাপকভাবে যায় না। ব্রাজিল একটি বড় দেশ এবং তাদের ক্রয়ক্ষমতা অনেক বেশি। সে জন্য আমাদের দেশ থেকে অনেক কিছু রপ্তানি করার সুযোগ আছে।’
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ ব্যবসায়ীর একটি প্রতিনিধিদল আসবে। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক করবে।