তালায় নবম শ্রেণির ছাত্র-ছাত্রীর বাল্যবিবাহ ঠেকাল মহিলা অধিদপ্তর

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় নবম শ্রেণির এক ছাত্র ও ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বেলা ১১টার দিকে তিনি খবর পান, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে একই এলাকার নবম শ্রেণির এক ছাত্র ও ছাত্রীর মধ্যে অভিভাবকেরা বিয়ের আয়োজন করেছেন। ওই খবরের ভিত্তিতে তিনি অফিস সহায়ককে দিয়ে ছাত্র ও ছাত্রীর অভিভাবকদের একটি নোটিশ পাঠান।

নোটিশে বেলা একটার মধ্যে ছেলে ও মেয়েকে নিয়ে অভিভাবকদের তাঁর কার্যালয়ে হাজির হতে বলা হয়। নির্দেশনামতো বেলা একটার দিকে তাঁরা তাঁর কার্যালয়ে আসেন।

নাজমুন নাহার আরও বলেন, ছেলেমেয়ের অভিভাবকদের বলা হয়েছে, ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন তিনি। এ কথা শুনে ছেলে–মেয়ের অভিভাবকেরা মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, নির্দিষ্ট বয়সের আগে তাঁদের ছেলে–মেয়ের বিয়ে দেবেন না। এ সময় ছেলে ও মেয়ের অভিভাবক ছাড়াও জাকিয়া সুলতানা ও রেশমা বেগম নামের ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের দুজন সদস্যও উপস্থিত ছিলেন।

নাজমুন নাহার জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে ১২টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।