পূর্ব তিমুরের সরকারি জব পোর্টাল তৈরি করবে বাংলাদেশি প্রতিষ্ঠান
পূর্ব তিমুরের সরকারি জব পোর্টাল তৈরি করবে বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেড। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-পূর্ব তিমুরের আওতাধীন ‘যুবকদের কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ পোর্টাল তৈরি করা হবে। সম্প্রতি এ–সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
আজ মঙ্গলবার ড্রিম ৭১ বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি জব পোর্টাল তৈরির জন্য গত মে মাসে ইউএনডিপি–পূর্ব তিমুর থেকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে কাজ পায় বাংলাদেশি প্রতিষ্ঠানটি। ইউএনডিপি-পূর্ব তিমুরের সঙ্গে তাদের এটি তৃতীয় কাজ। এর আগে পূর্ব তিমুরের শিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোবাইল গেমস এবং দেশটির সংসদের জন্য সফটওয়্যার তৈরি করেছিল ড্রিম ৭১।
ড্রিম ৭১–এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালক রাশাদ কবির বলেন, এ ধরনের আন্তর্জাতিক কাজ পাওয়ার মাধ্যমে বিদেশে বাংলাদেশের সুনাম হচ্ছে। পূর্ব তিমুরসহ বিশ্বের ১৫টির বেশি দেশে তাঁরা সফটওয়্যার সরবরাহ করেছে।