সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২১ অক্টোবর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ঢাকাকেন্দ্রিক লাগাতার কর্মসূচির চিন্তা বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে সরকার হটানোর লক্ষ্যে ঢাকাকেন্দ্রিক লাগাতার কর্মসূচিতে যাওয়ার চিন্তা করছে বিএনপি। তবে মহাসমাবেশ–পরবর্তী কর্মসূচিগুলোয় কোনো ‘রাখঢাক’ করা হবে না। যা করার চিন্তা, তা ঘোষণা দিয়ে অহিংস ও শান্তিপূর্ণভাবে করা হবে। এ ক্ষেত্রে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো ‘অজুহাত’ তৈরির সুযোগ দিতে চাইছে না দলটি।
বিস্তারিত পড়ুন...

পতাকা অর্ধনমিত রাখবে যুক্তরাষ্ট্র দূতাবাসও

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে পতাকা অর্ধনমিত
ফাইল ছবি

ইসরায়েলের বোমা হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও এই কর্মসূচি পালন করবে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নির্দেশে শনিবার দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুন...

হামাস এ যুদ্ধের ফলাফল জেনেই মাঠে নেমেছে

হামাসের হামলায় ইসরায়েল এযাবৎকালে এত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি।

১৯৪৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘের ১৮১ নম্বর প্রস্তাবের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল যে নির্ধারিত অঞ্চল নিয়ে ১৯৪৮ সালের ১ আগস্টের পর ফিলিস্তিন ভূখণ্ডে যুক্তরাজ্যের ম্যান্ডেট (প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত) শেষ হলে একসময়ের ওসমানীয় সাম্রাজ্যের ফিলিস্তিন অঞ্চল ভাগ হয়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হবে।
বিস্তারিত পড়ুন...

হামাস ও রাশিয়া একই রকম, কাউকে জিততে দেব না: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনি সংগঠন হামাস ও রাশিয়া একই রকমের। উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে চায়। কিন্তু কাউকেই জিততে দেওয়া হবে না। ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন এসব কথা বলেন। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের জেরে তেল আবিব সফর করেন বাইডেন। সেখান থেকে ফিরে এই ভাষণ দেন তিনি।
বিস্তারিত পড়ুন...

ওয়াসিম আকরাম যে কারণে প্রশংসা করলেন বাংলাদেশের নির্বাচকদের

তানজিদের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম
ছবি : আইসিসি

ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটিং দিয়ে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের নজর কেড়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। বাঁহাতি এই ওপেনারের কাছে এখন ধারাবাহিকতা চান ওয়াসিম আকরাম। এমন একজন ব্যাটসম্যানকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করায় প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের।
বিস্তারিত পড়ুন...