পেপসোডেন্ট ও সেনসিটিভ-এর উদ্যোগে ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’, পরামর্শ পেল ৭ লাখ ৬৫ হাজার ৮০০
আজ ২০ মার্চ, ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। ২০১৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রায় সব দেশে দিবসটি উদ্যাপন করা হয়। উদ্দেশ্য একটাই, ওরাল কেয়ার বা দাঁতের যত্নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতন করা।
আত্মবিশ্বাসী হাসি ধরে রাখতে সুস্থ দাঁতের বিকল্প নেই। নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ যেমন প্রয়োজনীয়, তেমনই নিয়মিত ডেন্টাল চেকআপ আমাদের দাঁতকে ভালো রাখতে সাহায্য করে।
তাই প্রতিবছরের মতো এবারও ঢাকাসহ ৩০টি জেলায় মাসব্যাপী ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’ আয়োজন করেছে ‘পেপসোডেন্ট’ ও ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’। গত ১১ ফেব্রুয়ারি শুরু হওয়া ফ্রি ডেন্টাল ক্যাম্পটি শেষ হয় আজ সোমবার।
এবারের ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্দেশ্য ছিল ১০ লাখ মানুষের কাছে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দেওয়া।ইতিমধ্যেই ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মানুষ ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে তাঁদের দাঁতের সমস্যার পরামর্শ নিয়েছেন। সেই লক্ষ্যে দেশজুড়ে ৩৩০টি ক্যাম্পে আসা মানুষদের দাঁতের সুরক্ষায় পরামর্শ দিয়েছেন ৩ হাজার ৫৭৪ জন বিডিএস সার্টিফায়েড ডেন্টিস্ট।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) সার্টিফায়েড ডেন্টিস্টদের সহযোগিতায় প্রায় ৪০ লাখ মানুষকে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দিয়েছে পেপসোডেন্ট ও সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট।