তাসনিম জারার প্রার্থিতা বৈধ, লড়বেন ঢাকা-৯ এ

তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার দুপুরেছবি: প্রথম আলো

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। পূর্বে রিটার্নিং কর্মকর্তা ১০ জন প্রস্তাবক-সমর্থকের মধ্যে ২ জন ঢাকা-৯ আসনের ভোটার না হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন। আপিলের পর ইসি আজ তা মঞ্জুর করে। এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া জারা এই লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং ফুটবল মার্কার জন্য আবেদন করবেন বলে জানান। আপিলের শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।